Table of Content

Biplob Das
NA
NA
2 articles

লাল ডোরা কাটা খাম.....

লেখক: বিপ্লব দাস Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Eid 2018

 

      নীলাভ ব্যথাকে বরণ করে
      ছুটেছে দেখ ঐ নীল----
      সাগর, আকাশ, আর সাতরঙে সজ্জিত ধনু ---
      আবেগে আবেশ মেখে খুলে নেই আজ
      যত আছে মেঘের পুঁঞ্জে রুদ্ধশ্বাস --
      ঐ দেখো নীলে নীল ছুটেছে তারায় খচিত     

      কালো রাত।

      সদ্য পত্র এসেছে লাল সাদা ডোরা কাটা খামে
      নয়তো সেটা হলুদ কিংবা নীল খামে
      আবেগের ঘামে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম
      মিশ্রিত সে ভাষায় অনুতাপ না অনুরাগ 
      বিরহী হয়ে ভেসে যাচ্ছে তোমার আবেগ
      আমি অপলক চোখে পড়ে যাই হৃদয়ের দাগ।

      আমার ঠিকানা তোমার জানা নেই
      জানতে চাওয়া দিন গুলো ফুরিয়েছে সেই কবেই
      প্রশ্নের দল বৃষ্টিতে ভিজে 
      অনেকটা সময় জুড়ে ভেঙেছে চাবুক হৃদয়
      আর অস্থির হয়েছিলো শেষ ভুলে 
      তোমার তুমিকে করে নিয়ে ক্ষয়।

      রাতের আকাশে নেমেছিলো কালো মেঘ
      ওরাও ছুটেছিলো আপন পথে
      সমুদ্রের মতো গহীন হয়েছে যে অবুজ অনুভূতি
      ওরাও প্রশ্ন করে যায়---- একদা সজল চোখে
      বিশ্বাস হয়েছিলো ঢেউয়ের মতো
      ছুটে ছুটে এসেছিলো তোমায় ছুঁয়ে দেবে বলে

      সদ্য পত্র এসেছে লাল সাদা ডোরা কাটা খামে
      এক ফোঁটা চোখের জলে কতটা বিশ্বাস মিশে  

      থাকে
      নামহীন এই আমি সেই নামের তরে।।