ছবি আঁকা

Writer: Mohammed Shamsujjoha Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Winter 2017

ছবি আঁকাঃ

মোহাম্মদ শামসুজ্জোহা

 

কখনো কখনো মুক্ত স্বাধীন ইচ্ছারা

পরিক্রমণে বের হয়

যে কোনো সময়-স্থানে

মর্ত্য-পাতাল-অন্তরীক্ষে;

শশব্যস্ত  সময়

যার দু’দন্ড দাঁড়াবার ফুরসৎ নাই

তখন প্রবল অনুগত

অতৃপ্ত  অতীতকে

ইচ্ছেমত সাজিয়ে দেয়

যখন যেভাবে চায়।

যে স্বপ্ন  জীবনে

কখনই সত্যি ছিল না,

যে স্বপ্ন কখনই সত্যি হবে না

ভাবনারা তাদের তুলিতে

কল্পনার সব রঙ দিয়ে

বাসনার ছবি এঁকে নেয়;

তখন স্মৃতি আর কল্পনা মিলে মিশে 

অস্তিত্বকে বিভ্রান্তির মায়াজালে ফেলে।

শুধু  আমার জীবনের সত্যিটাই

কখনো আমি আঁকিনি,

আমার এ জীবন এমন করে কে এঁকেছে

তাও আমার  জানা নেই

অঙ্কিত জীবনে যা আছে আর

যা নেই তার কোনো কিছুতেই

আমার কোনো দায় নেই।