ইয়াসমিন আরার ছড়া

লেখক: ইয়াসমিন আরা Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Fall 2018

হালখাতা


আজ আছি কাল নাই পরশু যে হালখাতা
আমায় নহে গো স্মরিও আমার কবিতা
চিরসুখী যদি তোমার মেলে পুরুস্কার
চিরদুখী হায়রে যদি মেলে তিরস্কার

কবি তো জীবিত থাকে তার কবিতায়
কেওবা দুষে তারে কেওবা রাখে দোয়ায়।

 

 

বড় অতিথি

 

হায়রে আজ কেমনে লিখি বলো কবিতা
বেদনার তেলে নিভু নিভু মোর জীবনের সলিতা
বাবাকে হারালাম কত আগে আজ হারালাম ভাই
হঠাত করে কেমনে কি হলো কিছুই জানি নাই

কহিলো নিয়তি ডাকিয়া শোন হে কোমল মতি
এত বছর ধরে যে আসে সেই তো বড় অতিথি
ডাকো তারে পাশে বসাও কর আলিংগন।