বিপ্লব দাসের কবিতা

Writer: Biplob Das Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Fall 2018

কবিতার কথা....

বহুদিন পর ! 
মন আর মস্তিষ্কে দেখা হলো আজ,
অনেকগুলো বিরোধ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে 
কিছু পরিচিতি আরো বেশি পরিচিতি খোঁজে
কিছু ধ্বংস উত্তাল, আরো কিছু ধ্বংসাত্মক ধ্বংসলীলার 
সু-জন সুহৃদের মিলন মেলায়। 
কবিতা পাড়ায় কবিতা পোড়ার উদ্ভট গন্ধ ! 
ধোঁয়া ধোঁয়া আর ধোঁয়া.....
ফুলে ফেঁপে ওঠা সদ্যজাত প্রসবকরা কবিতার বুকে
লাঠিয়ালের লাথি।

মুখ চিনেছে ভারি মুখের গুণগ্রাহী,
অচিরেই ধ্বংস নামে অহংকারীর বুকে
কিছু বিবেক ঘুরে বেড়ায় তীব্র জ্বালা নিয়ে
ও'রা তো ঠিকঠাক জানে 
তোষামোদে হৃষ্টপুষ্ট নয় আমার কবিতা। 
আচ্ছা; কবিতার মানে ও'রা কি বুঝে?

পূর্ণ; একদিন আমি মুখোশগুলো খুলে দেবো,
বাঁধ ভেঙে মুক্ত করে দেবো ধোঁয়াশার জালে আটকে পড়া কবিতাদের হাসফাঁস। 
রিক্ত করে ধুয়ে দেবো অপবিত্র মনের কালি
পূর্ণ; তুমি বলেছিলে-
বুকের পাঁজরে হৃদয় আর মাথার মধ্যে মস্তিষ্ক ! 
আমি বলেছিলাম-
নিয়ন্ত্রিত হও তুমি সেখানেই, জ্ঞানে অজ্ঞানে 
বুদ্ধিনাশের করুণ কপোটাঘাতে।