আরিফা রহমানের কবিতা

Writer: Arifa Rahman Category: কবিতা (Poem) Edition: Dhaboman - Fall 2018

বিদায় দিলাম
শুরু না হতেই করে দিলে শেষ?
এতো ভালোবাসা এতো অনুভব
পায়রার মতো দিনভর বকবক? 
সব কি ছিল শুধু অভিনয় বিশেষ?

সবাই সবার জন্য নয় সে জানি 
বিবেক হেরেছে আবেগের কাছে,
ভুল জায়গায় তাই ভালবাসা যাচে,
সব কুঁড়ি হয়না ফুল সেও মানি।

তোমার আমার দেখা ছিল না ভুল 
ভালবেসে, কাছে এসে ভুল করেছি,
না বুঝে তোমার মনের গতি প্রকৃতি, 
তাই অথৈ সাগরে হারালাম কূল।

কষ্ট চেপে তাই শেষ বিদায় নিলাম
মানুষ ভুল করে চরম মাসুল গোনে, 
তুষানল জ্বলে রিক্ত হৃদয় কোনে,
প্রেমহীন জীবন আমার মুক্তি দিলাম।

 

একাকিত্ব ও আমি
একাকিত্বের সাথে কবে হলো নিবিড় প্রেম আমার
দু'জনের অনুভবে শুধুই দুজন,
যেন কেউ নেই ভবে আর।
কেন এতো অাকর্ষিত হলাম একে অপরের প্রতি,
কেমনে বাধা পড়লাম অদৃশ্য বন্ধনে? সব বিস্মৃতি,
ভবে, একমাত্র সেই প্রানের প্রিয় বা আত্মসহচর,
অতীত, বর্তমান, ভবিষৎ এর একমাত্র দোসর।

সে কখনো অকারণে দেয়নি মর্মবেদনা
করেনি অবজ্ঞা বা হেলা শুনে যাতনা,
শতাব্দীর জলন্ত ক্ষত, প্রেমের প্রলেপে প্রশমিত করেছে।
বলেছে, পাগলীর মন কেন বিধাতা এতো নরম গড়েছে?
নালিশ করি, ঈশ্বর কেন দিলো এমন পোড়ামন, বেদন?
মায়াময় বললো,তাহলে দুজনে হতাম কি এতো আপন?

তার সাথে দেখা হয় নিদারুন এক প্রহরে, 
যখন সবাই বিরুপ আমার প্রতি স্রষ্টাও নেই সাথে, 
নীরবে এক কোনে ভগ্ন মনে ভাবনার ডালা মেলে
বিষাদিতা, বন্ধুহীনা, অসহায়, একা, ক্লান্ত নয়নে
নিলাম আত্মবিনাশের প্রস্তুতি,সে এলো দেবদূত হয়ে, ধমকে বললো আত্মবিনাশ? সেতো ভীরুদের কাজ!
সেই থেকে আছে ছায়া হয়ে, ছেড়ে কোথাও যাবেনা,
আমি তার, সে আমার, এমনই দ্বিপাক্ষিক চুক্তিনামা।

 

সত্য কি?
একটি সত্য বলবে? 
কি অভূতপূর্ব বৈশিষ্ট্য দেখেছিলে আমার ভেতরে?
কি দেখে আমাকে পাওয়ার জন্য উন্মাতাল হলে? 
হেলেন, ক্লিয়পেট্রা বা উর্বশী, রম্ভা ছিলাম না,
অতি সাধারন জন যার বিশেষত্ব কিছু ছিল না।
কি পয়েছিলে আমার ভিতরে?ছিলনা বিদ্যুতের চমক,
ছিল না ভিসুভিয়াসের মতো বুকে লাভার উদগীরণ,
তবে? কি ভেবেছিলে আমায়, কোন ঐশ্বরিক কিছু?
বা অতুল্য এক বস্তু যা মানুষ এখনও হাতে পায়নি?

আমি ছিলাম উপেক্ষিতা এক নক্ষত্র এ সৌরমন্ডলে,
নির্বাসিতা শত আলোকবর্ষ দূরের এক কৃষ্ণগহ্বরে 
কি এক মহাজাগতিক বিপর্যয়ে, উদিত মহাশক্তি তুমি, তীব্র অভিকর্ষে টেনে নিলে তোমার বলয়ে চিরতরে,
হীন, অথর্ব আমি সে টানে গেলাম নিরুপায় ভেসে,
ঘুরতে লাগলাম ক্রমাগত তোমার আদিষ্ট কক্ষপথে 
তোমার কিরণে বাঁচিয়ে রেখেছ, কি চাও বিনিময়ে ? ভূমিকা কি তোমার প্রতি?
বা, আমি তোমার কি? 
আজো বুঝে উঠতে পারিনি।
সত্যিটা বলবে কি?