অতিপ্রকৃতি

লেখক: মেহরাব রহমান Category: কবিতা (Poem) Edition: Dhaboman - First Edition

 আমি বিজ্ঞানঘড়ির কাঁটায় চলি না ।

হৃদয়ঘড়িতে জীবন গুনি ।

আমি দিন গুনিনা পঞ্জিকার পাতায়,

অনুভবের খাতা উলটে দেখি

পৃথিবী ঘুরছেতো ঘুরছেই ।

কখনও চলে তার সাথে সূর্যের সঙ্গম ।

যখন দিগন্তে ডুবে যায় রবি,

দুঃখপ্রজাপতি উড়ে

রাতের আকাশে ।  তখন

পরকোয়া চলে চাঁদের সাথে ।

শরমে চাঁদনী লুকায় ;

অসংখ্য তারকা প্রহরী

পাহারা দেয় অন্ধকার ।

আমি মাস গুনি না,

বছর গুনিনা সংখ্যাতত্ত্বে ;

রক্তকণিকায় বোধ করি শীত ।

দারুন গ্রীষ্মে পোড়ায় খুব ;

দগ্ধ করে বুকের জমিন ।

বসন্তে জোসনা হাতছানি দিয়ে ডাকে ।

আবার শরৎ-হেমন্তে জেগে উঠি

সমুদ্রনীল আকাশের তলে ।

আমি কারও ঈর্ষায়, বিদ্রূপে, কটূ কথায়

দুঃখ পাই না ; বন্ধুর চোখে পাঠ করি

আভ্যন্তরীন মেঘ-বৃষ্টি ,

যন্ত্রনা-আনন্দ, আবহাওয়া ।

আমি প্রেম ছিন্তাই করি না ।

ভাঁটার সময় ভাঁটা; জোয়ারের ব্যাকুলতা

শোনার জন্য মৃত্তিকার বুকে

কান পেতে থাকি ।

এভাবেই, এভাবেই আমি হয়তো মানুষ নই ;

প্রকৃতির সাথে আমার চির-বন্ধন ;

অন্তরঙ্গ অতিপ্রাকৃতিক সম্পর্ক ;

তাই সভ্যতার অবক্ষয়ে আমার ভেতর

গভীর ক্রন্দন ।